TVS Ntorq Club Breakfast Ride

WhatsApp Image 2024-12-08 at 7.09.55 PM

অনেক দিন পরে আমার দেখা একটা ভরপুর আনন্দময় বাইকার ফ্রেন্ডলি একটা আয়োজন হয়ে গেল বিগত ৬ই ডিসেম্বর সকাল থেকে৷

রাইডটি ছিল ব্রেকফাস্ট রাইড যার সম্পুর্ন আয়োজন এর ক্রেডিট দিতে হয় আমাদের সবার প্রিয় Sanjoy Roy দাদা কে। #Ntorq club কে সাথে নিয়ে Sales Point এর সবাই অনেক কষ্ট করে সকল বাইকার ও স্কুটার রাইডারদের আনন্দ দিতে কোন কমতি রাখেনি।

এই অনুষ্ঠানে সব থেকে লক্ষনীয়ভাবে লেডি স্কুটার রাইডার দের উপ্সথিতি আয়োজনটিকে জাকজমকপূর্ন করে তোলে।

প্লান মোতাবেক সকাল ৭ টা থেকে জাতীয় সংসদ ভবনের সামনে সবাই জড় হয়ে শৃং্খলা বদ্ধ ভাবে রাইড করে চলে যায় কেরানী গঞ্জের বিখ্যাত নাস্তা শীতের খেজুরের রস এবং আনন্দ ময় সময় কাটাতে। দেখতে দেখতে বেলা ১২ টার ভিতর আগামী অনুষ্ঠানের আশায় এই দিনের আয়োজন শেষ হয়।

পুরো সময় সাথে ছিল বিভিন্ন বাইকিং ক্লাব এর সদস্যগন। অনেক ধন্যবাদ Masud Rana Tushar কে তার টিম নিয়ে সকল মোমেন্টগুলো ক্যাপচার করে রাখার জন্য ড্রোন সহ সকল ইকুইপমেন্ট সাথে নিয়ে পুরো সময় দেয়ার জন্য। আমরা দ্রুত পূরো ইভেন্ট এর ভিডিও দেখতেই পাব কন্টেন্ট আকারে৷

সব শেষে #BDBIKERZ এর মেম্বার দের ভেতর তুষার এবং Saiful Saif এবং Naimur Rahman ও MD Shahabuddin Rana সহ পুরো টিম কে অভিনন্দন ও ধন্যবাদ পুরো অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য৷

সবশেষে সঞ্জয় দাদা বার বার এমন আয়োজন করুন এবং আপনার সেলস পয়েন্ট যেন ফুল সাক্সেস্ফুল ভাবে এই বাইকিং কমিউনিটি তে অবস্থান করে এই আশা করি।

Leave a Reply

Categories