How to ride with skill

WhatsApp Image 2023-06-10 at 1.16.21 PM

বাইক রাইডিংএ নিজের দক্ষতার লেভেল চিনতে পারার লক্ষণ | How to ride with skill

আলোচনা করবো বাইক রাইডিং এ যে অভ্যাসগুলো জানান দেয় আপনার নিজের দক্ষতা উন্নতি হচ্ছে বা মোটামুটি দক্ষতার উপরে চলে গেছেন।

১। আপনি কি বাইকের গতি কমানোর জন্য ক্লাচের আগে ইঞ্জিন ব্রেক এবং ফিজিক্যাল ব্রেক ব্যবহার করে থাকেন?

২। আপনি কি যেকোন রাস্তায় ক্লাচ লিভার আর ব্রেক লিভারে হাতের আঙ্গুল না রেখেই নিশ্চিন্তে যেকোন গতিতেই বাইক রাইড করতে পারেন?

৩। আপনি কি যে কোন গতিতে থাকা বাইককে সর্বোচ্চ ৩/৪ সেকেন্ডের মধ্যেই তার গতি অর্ধেকের নিচে নামিয়ে আনতে পারেন?

৪। আপনি কি মিডিয়াম লং বেন্ডে ১৩০ ডিগ্রী বা কাছাকাছি কর্ণারে বাইকের গতি ১০/১৫% এর বেশি না কমিয়ে কর্ণারিং কমপ্লিট করতে পারেন?

৫। আপনি কি কর্ণারিং এবং যে কোন অবস্ট্যাকলকে পাস কাটানোর জন্য কাউন্টার স্টিয়ারিং ব্যবহার করতে পারেন?

৬। আপনি কি আপনার বাইকের প্রস্থের চেয়ে উভয়দিকে মোট ১ ফুট গ্যাপের মধ্য দিয়ে বাইক চালিয়ে নিয়ে বের হয়ে যেতে পারেন, অর্থাৎ ক্লোজ কলে বাইককে স্ট্যাবল অবস্থায় নিশ্চিন্তে চালিয়ে নিয়ে যেতে পারেন?

উপরের যেকোন পয়েন্টের উত্তর যদি “না” হয়, তবে আপনাকে আরো দক্ষ হতে হবে নয়তো যেকোন মুহুর্তে কোন দুর্ঘটনার সম্মুখিন হলে সেখান থেকে অক্ষতভাবে বেরিয়ে যেতে পারবেন না।

উপরের সবগুলোর উত্তর যদি “হ্যাঁ” হয়, তবে আপনার রাইডিং দক্ষতার লেভেল মোটামুটির উপরে উঠে গেছে, এখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সের প্রয়োগ সঠিক মাত্রায় করতে পারলে জীবনে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম হতে পারে বা ক্ষয়ক্ষতির পরামাণ খুবই কম হতে পারে।

বাইক চলাকালে একজন রাইডারকে উপরের সবগুলো পরিস্থিতির সাথেই সম্মুখিন হতে হয়, নিজের দক্ষতা উন্নত করেন এবং নিজেকে সেইফ রাখেন।

© BDBIKERZ | BD BIKERZ

Leave a Reply

Categories