Bike Registration

IMG-20231106-WA0001

Bike Registration

১দিনে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার সত্যি বাইকারদের জন্য একটা অনেক খুশীর সংবাদ।
বাইক রেজিস্ট্রেশন নিয়ে একটা সমস্যা হলো বাইক কেনার পরে রেজিস্ট্রেশন করতে না পারার সময়টা যেটা কাস্টমার এর জন্য খুবই কষ্টকর।

ভাবছেন ভুল শুনেছেন? একদমই না !

” এখন থেকে আপনিও পেতে পারেন
ইয়ামাহা’র মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার মাত্র এক দিনেই!

বাইক কেনার সময় রেজিস্ট্রেশন জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যেতে হবে।

অন্যথায় ১ দিনে রেজিস্ট্রেশন সেবাটি গ্রহন প্রক্রিয়া ব্যাহত হবে।

এই সেবাটি বিআরটিএ সার্ভারের সার্ভিসের উপর নির্ভরশীল।” – এমনটাই বলেছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ।

ঢাকার যেকোন এসিআই মটরস এর অথরাইজড ডিলার পয়েন্ট থেকে ইয়ামাহার যেকোন বাইক কিনলেই এখন মাত্র ১ কার্য দিবসের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে দিবে। এটা নিঃসন্দেহে ভাল একটি উদ্যোগ বাইকারদের জন্য।

Leave a Reply

Categories